Agricultuure of This Month

  মাসে (ভাদ্র/আগষ্ট-সেপ্টেম্বরচাষী ভাইদের করণীয়:

১. নাবী রোপা আমন ধানের বিশেষ বীজ তলা তৈরী।(ভাসমান ও দাপোগ বীজতলা)

২. নাবী পাট বীজ উৎপাদন।

৩. সবজি বীজ বপন।
- লাউ, বাঁধা কপি, টমেটো, ওল কপি, বেগুন ও মরিচের বীজ এ সময় বীজ তলায় বপন করা যায়।এছাড়াও মাঠে সরাসরি লাল শাক, পালং শাক ও মুলার বীজ বুনে চাষাবাদ শুরু করা যায়। 

৪.অন্যান্য:
- আখের লাল পচা রোগ দেখা দিলে দমন করতে হবে।
- এ মাসের প্রথম সপ্তাহে তুলা বীজ বপনের কাজ শেষ করতে হবে।
- এ মাসে বন্যার পানি চলে গেলে কাদা মাটিতে বিনা চাষে মাসকলাই, খেসারি, মটরশুটি ও ভুট্টা বীজ বপন করতে হবে।